শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ)
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন মাদকসেবী কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।
এর আগে শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুর অভিযান চালায়।
অভিযানে ১২০০ গ্রাম গাঁজা সহ সহ তিন মাদকসেবীকে আটকের ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দুলাল মিয়া (৫৮) ১২ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, মোঃ আজিজ (৬০) ৩ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা এবং নিখিল রবিদাস ১ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।