মারুফ হোসেন কমল:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের শান্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম কেওয়াটখালী কাঁচাবাজার সংলগ্ন থেকে মাদক মামলার আসামী মাহাবুব ওরফে মামুনকে হেরোইন সহ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম সানকিপাড়া এলাকা থেকে নারী নির্যাতন মামলার আসামী আতিকুল ইসলাম আশিক, এসআই রুবেল মিয়ার নেতৃত্বে একটি টীম থানাঘাট এলাকা থেকে ভরণ পোষন আইন মামলার আসামী মোঃ রাব্বী আলম, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে একটি টীম কাশর মোড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী শরিফ মিয়া, এসআই ফারুক হোসেনের নেতৃত্বে একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আব্দুল্লাহ গাজী, হৃদয় সাহা ও সুজন দাস, এএসআই শামীমুল হাসানের নেতৃত্বে একটি টীম চর কালিবাড়ী এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মাহমুদুল হ্সাান সুমন, কাজল দত্ত, সজিব সরকার ও রাজিব সরকার, এএসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম অভিযান অত্র থানাধীন চর পাড়া এলাকা থেকে অন্যান্য মামলার আসামী রফিক আলী, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মোস্তফাকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই বিল্লাল হোসেন, নূরুজ্জামান পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত হলো, সাজেন্ট আশোক কুমার চৌহান (অবঃ আর্মি) এবং পরোয়নাভুক্ত হলো, মোঃ আজহারুল ইসলাম সুমন। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।