১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, শিক্ষা বাঙালিকে মুক্তির স্বাদ এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
২৯, মে, ২০২৩, ১০:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাঙালির মুক্তির স্বাদ প্রতিষ্ঠিত করেছিলেন। যার

বিনিময়ে আন্তর্জাতিক জুলিও কুরি স্বীকৃতি পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সোমবার দুপুরে নগরীর মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ‍ুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। তিনি আরও বলেন, বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা সবাই একমত হয়েছিলেন, সারা জীবনের দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক প্রদান করার।
সে বিবেচনায় বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।
মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ‍্যক্ষ‍্য প্রফেসর মোঃ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের উপাধ‍্যক্ষ‍ প্রফেসর তাহমিনা পারভীন, সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ড. শিব্বির আহমদ, সমাজ কর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও আহবায়ক মোঃ আনোয়ার হোসেনসহ প্রমুখ।
আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।