মারুফ হোসেন কমল:
১২ ঘন্টার মধ্যে পবিত্র ঈদ উল আজহার কোরবানী পশু ও পশুহাটের বর্জ্য অপসারন করে নাগরিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
পবিত্র ঈদ উল আজহার পশু হাটের কার্যক্রম এবং পশুর কোরবানী সম্পন্ন হবার পর গতকাল ২৯ জুন রাত ০২ টার আগেই পূর্ব ঘোষিত ১২ ঘন্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
৬০০ পরিচ্ছন্নতাকর্মী, ছোট-বড় ৫০ টি গাড়ি ৩ টি লোডার/ এসকাভেটর, ৬ টি জীবাণুনাশক পানি ছিটানোর গাড়ির মাধ্যমে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৪৬৫ টি পশু কোরবানী পয়েন্ট, ০৬ টি পশু হাট থেকে প্রায় ১৪০ টন বর্জ্য অপসারণ করেছে মসিক।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ প্রসঙ্গে বলেন, কোরবানী পশু বর্জ্য ব্যবস্থাপনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করছে। অন্যান্যবার ২৪ ঘন্টার মধ্যে কোরবানি বর্জ্য অপসারণ করা হলেও এবার ১২ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা হয়েছে।
মেয়র কোরবানী বর্জ্য অপসারণের এ সফলতায় নাগরিকদের সহযোগিতার জন্য এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিবেদিত কর্মের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।