১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ জলাবদ্ধতা পরিস্থিতি সমাধানে আজও মসিক মেয়রের তদারকি; বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার উন্নতি।।
৪, জুলাই, ২০২৩, ৯:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার তাৎক্ষণিক সমাধানে সিটি কর্পোরেশন পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর ধারাবাহিকতায় আজ নগরী মাসকান্দা, শান্তিনগর, মাসকান্দা খানকা মসজিদ এলাকায় খালের যেসব স্থানে পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব স্থানে নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধকতা ভেঙে দেন। এছাড়াও এ সময় খালের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এ সময় মেয়র খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ দ্রুততম সময়ে উচ্ছেদ করে খালের প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে মেয়র বলাশপুর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি নিরসন অগ্রগতি পরিদর্শন করেন। বলাশপুরে এখনও যেসব স্থানে পানে জমে আছে সেসকল স্থানের পানি অপসারণের জন্য পাম্পের মাধ্যমে পানি অন্যত্র ফেলা সহ বিভিন্ন নির্দেশ প্রদান করেন।

 

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, কাউন্সিলর মোঃ আব্বাস মন্ডল ও মোঃ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক ও মোঃ মামুনুর রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো মোহাব্বত আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।