১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে বন বিভাগে এক লক্ষ ৫০ হাজার টাকা ঈদ সালামি তবে এই টাকা
৮, জুলাই, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহ সদর ফরেষ্ট রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা ফরেষ্টার মোঃ সাব্বির জাহাঙ্গীর বিন ওয়ালী গত ঈদ-উল আযাহা’র পূর্বে ২৫/২৬ তারিখে সাড়ে ৩ শত সাংবাদিকদের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ঈদ সালামিদেন। এ বিষয়ে আমরা ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগের আ.ন.ম আব্দুল ওয়াদুদ কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কিসের টাকা দিচ্ছেন রেঞ্জ কর্মকর্তা তার জানা নেই। আমরা কয়েকজন প্রতিবেদক তারই অফিসের পিয়নকে তারই সামনে প্রশ্ন করলে তিনি স্বীকার করে বলেন রেঞ্জ স্যার টাকা দিচ্ছেন । পরে বন কর্মকর্তা তার মিটিং রয়েছে বলে দ্রুত অফিস থেকে বের হয়ে যান।

ঈদ উপলক্ষে কিসের টাকা দিচ্ছেন , কোন খাত থেকে টাকা দিচ্ছেন, টাকা দেওয়ার এ রকম নিয়ম রয়েছে কিনা রেঞ্জ কর্মকর্তা পরিস্কার কিছু বলতে পারেননি ।

বন বিভাগের লুটপাত,দূর্নীতি আরাল করতেই, এই ঈদ সালামির ব্যবস্হা বলে নাম প্রকাশ না করতে এক কর্মকর্তা এরকম মন্তব্য করেন।

কয়েকজন পেশাদার সাংবাদিকদের সাথে কথা বলে জানা যায়, তারা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ দূর্নীতি দমন বিভাগের জরুরী এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করার প্রয়োজন মনে করেন ।