১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহের ফুলবাড়িয়া সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের চাউল ক্রয়
১৪, জুলাই, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার – চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ মৌসুমে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সরকারি খাদ্য গুদামে নিম্ন মানের চাউল ক্রয় করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায় চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ মৌসুমে উপজেলায় ১২০০ মেট্রিক টন বোরো চাউল সংগ্রহের বরাদ্দ দেয় খাদ্য অধিদপ্তর।

খাদ্য গুদাম এর ওসিএলএসডি মিল মালিকদের কাছ থেকে টন প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা নিয়ে ক্রয় নীতিমালা লংঘন করে নিম্ন মানের চাউল গুদামে উওোলন করে।
চতুর ওসিএলএসডি কিছু ভালো মানের চাউল সংগ্রহ করে উর্দ্ধতন কর্তৃপক্ষ পরিদর্শনে আসলে দেখানোর জন্য সামনে উপরের খামালে রেখে দেয়।
নিম্ন মানের ক্রয় করা চাউল তরিগরি করে বিভিন্ন কর্মসুচীতে সরবরাহ করেছে।
আর তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কামিয়ে নিচ্ছেন লাখ, লাখ টাকা।
জানা যায় গেল ঈদের আগে ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গরীব ও দুস্থ দের মাঝে বেশ কয়েকটি ইউনিয়নে নিম্ন মানের চাউল গুদাম থেকে সরবরাহ করা হয়েছে। এ নিয়ে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান এর সাথে গুদামের ইনচার্জ ওসিএলএসডির সাথে বাকবিতন্ডা হয়েছে।

সরকারি নিয়ম অনুযায়ী চাউল সংগ্রহের সময় চালের আর্দ্রতা ১৪℅ বড় ভাঙ্গা দানা ৬% ছোট ভাঙ্গা দানা ২%, ভিন্ন জাতের চালের মিশ্রণ ৮%, বিনিষ্ট ও মরা দানা ০.৫%, বিবর্ণ দানা ০.৫%, ধান প্রতি কেজিতে ১ টি, বিজাতীয় পদার্থ ০.৩% অর্ধসিন্ধ ১%, ছাটাই উওম।
এ নিয়ম না মেনে ধান ও চাউল সংগ্রহ করছে খাদ্য গুদাম কর্মকর্তা।
আরো জানা যায় জেলা খাদ্য নিয়ন্ত্রণ ও উপজেলা খাদ্য কর্মকর্তার নির্দেশ মানে না।
এ ব্যাপারে খাদ্য গুদামের ইনচার্জ ওসিএলএসডি” র সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কোন কথা না বলে প্রতিবেদককে তার অফিসে আসতে বলেন।