১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ২১।।
১৫, জুলাই, ২০২৩, ৯:৫৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে।
এর মাঝে এসআই অসীম কুমার দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশনের এসকে হাসপাতালের মেইন গেইটের পাশ থেকে মাদক মামলার আসামী ইছমতারা তানিয়া, সুমন ওরফে মামুনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই মনিতোষ মজুমদারের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বয়ড়া থেকে মাদক মামলার আসামী মোঃ বাবুল মিয়াকে ১শত গ্রাম গাঁজাসহ, এসআই ত্রিদীপ কুমার বীরের নেতৃত্বে টীম অভিযান আদমজী রেলীর মোড় থেকে মাদক মামলার আসামী জাহাঙ্গীর ওরফে লেড়ুকে ২০ পিস নেশাজাতীয় কথিত ইয়াবা ট্যাবলেটসহ, এসআই আসাদুজ্জামানের নেতৃত্বেে টীম অভিযান চালিয়ে আকুয়া বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ হিরা, মোঃ ইস্রাফিল,
এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি টীম আকুয়া ওয়ারলেন্স গেইট এলাকা থেকে অন্যান্য মামলার আসামী মোঃ নাহিদ মিয়া, মোঃ মনিরুল, মোঃ রনি মিয়া, এএসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টীম কল্পা বিশ্বরোড মোড় থেকে অন্যান্য মামলার আসামী বাবু, এএসআই হযরত আলীর নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ নামাপাড়া (রঘুরামপুর) থেকে অন্যান্য মামলার আসামী কবির হোসেন, ফারুক ওরফে ঝন্টু, মোতালেব হোসেন, স্বপন আলী, শফিকুল ইসলাম, আঃ রহিম ও আজিজুল হককে গ্রেফতার করে।
এছাড়াও এসআই তাইজুল ইসলাম, মোঃ শাহজালাল, এএসআই আবুল হোসেন, সুকান্ত দেবনাথ পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত আরো চার পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ ফারুক, মোঃ রকি মিয়া, মোঃ ফারুক ও মি: ইদ্রিস আলী (মোঃ ইদ্রিস আলী)। তাদেরকে শনিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।