১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ নূরুন্নাহার হত্যা ৪ ঘন্টায় মামলার রহস্য উদঘাটন ২জন গ্রেফতার।।
২০, জুলাই, ২০২৩, ৮:১৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম::

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম বার) জানান, গত ১৯ জুলাই বুধবার রাত আনুমানিক ৮.১০ ঘটিকায় জেলার কোতোয়ালী মডেল থানাধীন চর নিলক্ষীয়া বিজয়নগর গ্রামের মৃত্যু নুরন্নাহার (৪০) এর রক্তাক্ত মৃত্যু দেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ, বলেন জেলা পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভূঞা এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম ফকির সহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফারুক হোসেন, এসআই নিরুপম নাগ, এস আই আনোয়ার হোসেন, এসআই মনিরুজ্জামান, এএসআই সুজন চন্দ্র সাহা সহ একটি চৌকস টিম অত্র থানা এলাকা সহ ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন বিসকা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে চার ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম আসামী ১/ মারুফা (২০) স্বামী মানিক, মাতা ময়মুনা, ২/মোঃ মানিক (২৩) পিতা মোঃ সাহেব আলী মাতা মোছাঃ আসমা, উভয় সাং নিলক্ষীয়া বিজয়নগর থানা কোতোয়ালী, স্থায়ী নন্দীগ্রাম কলতাপাড়া, থানা গৌরীপুর, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়, এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মামলার ভিকটিম নুুুরুনাহার (৪০) গ্রেফতারকৃত আসামী মারুফা (২০) এর সহোদর ফুফু। আসামি মারুফার পিতা মৃত্যুর পর তাহার মাতা ভিকটিমের বাড়িতে বাড়িতে বসবাস করিতে থাকে। পরবর্তীতে আসামী মারুফা এর মাতা দ্বিতীয় বিবাহ করার পর হইতে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয় এবং মামলার ভিকটিম নূরুন্নাহার পরিবারের অন্যান্য লোকজন আসামি মারুফা এর মাতা ময়মুনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনার জের ধরে ১৯ জুলাই বুধবার আনুমানিক ৮.১০ ঘটিকায় ময়মুনা (৪৫) এর বসত ঘড়ের ভিতর ধৃত আসামিদ্বয় সহ ময়মুনা এর সহিত ভিকটিম নুরুন্নাহারের কথা কাটাকাটি হইলে আসামি মারুফা, স্বামী মানিক, আসামি ময়মুনা সহ তিনজনে মিলে ভিকটিম নুরুন্নাহার কে জাবরাইয়া ধরিয়া রাখিলে আসামি মারুফা বসত ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে সজুড়ে বুকের বাম পাশে আঘাত করলে ভিকটিম নুরুন্নাহার ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় লুৎফর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলার নং-৭৪, ২০/৭/২০২৩ ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড রজু করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ।