১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে পৃথক ২টি অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার -০২।।
২৭, জুলাই, ২০২৩, ৭:৫০ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই ২০২৩) তারিখ ত্রিশাল ও ভালুকা পৃথক অভিযানে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

ডিবি পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেত ভূঞা এর নির্দেশে জেলা হতে মাদক উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।

এর ধারাবাহিকতায় আজ ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন মাদানী পাম্প সংলগ্ন সিয়াম মেডিকেল হলের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ তারেক হোসেন (৩৫),কে আটক করে।

অন্য দিকে পৃথক আরেক অভিযানে এসআই (নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাশর পুরান মসজিদ এর সামনে থেকেে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (২৬), গ্রেফতার করেন।

এ বিষয়ে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অভ্যহত থাকবে বলেও জানান ডিবি পুলিশের নবাগত ওসি ফারুক হোসেন।