১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা নৌ পুলিশের ’বার্ষিক প্রতিবেদন ২০২২’এবং ’নৌ পুলিশ হ্যান্ড বুক’ এর মোড়ক উন্মোচন করলেন আইজিপি।।
৮, আগস্ট, ২০২৩, ২:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – পুলিশ হেডকোয়ার্টার্স এর ”হল অব প্রাইড” সম্মেলন কক্ষে ’বার্ষিক প্রতিবেদন ২০২২’ এবং ’ নৌ পুলিশ হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন করেন চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,বিপিএম(বার),পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ পুলিশ মহোদয় ।এসময় নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মো: শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম সহ পুলিশ হেডকোয়ার্টাসের অতিরিক্ত আইজিবৃন্দ, ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মানিত আইজিপি ৭ আগস্ট সোমবার তাঁর বক্তব্যে বলেন,”নৌ পুলিশ একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিটের কাজের ভিন্নতা রয়েছে। এই বই দুটি প্রকাশের ফলে নৌ পুলিশে নতুন যোগদানকৃতদের যেমন উপকার হবে ঠিক তেমনি সকলেই নৌ পুলিশের কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।”

বাংলাদেশ পুলিশ প্রধান নৌ পুলিশে বিদ্যমান আইনকানুন ও কার্যাবলি নিয়ে ’বার্ষিক প্রতিবেদন ২০২২’ ও ’নৌ পুলিশ হ্যান্ড বুক’ বই দুটি প্রকাশ করায় নৌ পুলিশের অতিরিক্ত আইজি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।