১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা মগবাজারে ৭২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
৮, আগস্ট, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– রাজধানীর মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা-রমনা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাগর হোসেন, মোঃ ইউসুফ, মোঃ হাসান ও মোঃ মারুফ।

 

গতকাল সোমবার রাতে হাতিরঝিল থানার মগবাজার চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সোমবার রাত ১০:১০টায় তথ্য পাওয়া যায়, কয়েকজন মাদক কারবারি ট্রাকে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মহাখালী-তেজগাঁও সড়ক হয়ে মগবাজারের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার চৌরাস্তার কাছে হাবীব ইলেক্ট্রিক স্টোরের সামনে রাস্তায় অবস্থান নেয়। রাত ১০:৩০টায় ট্রাকটি আসলে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়। এ সময় মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেফতার করা হয়। ট্রাকটি তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।