চীফ রিপোর্টার:
– গত ১৩ আগস্ট ২০২৩ তারিখ জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী অসুস্থ হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে গত ১৪ আগস্ট ২০২৩ তারিখ চিকিৎসারত অবস্থায় রাত ০৮৪০ ঘটিকার সময় জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী মৃত্যুবরণ করেন।
জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসারত থাকাবস্থায় বিশেষজ্ঞ টীম আন্তর্জাতিক প্র্যাকটিস অনুসরণ করে অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা করেন।
এছাড়াও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর পরিবারও তার চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা যায়।জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কতিপয় স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও বিশেষজ্ঞ টীমের একজন সদস্য হিসেবে জামায়াত নেতা সাঈদীকে চিকিৎসা সেবা দেয়া চিকিৎসক এসএম মোস্তফা জামানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে তাঁর বিরুদ্ধে অপপ্রচারের পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ভুক্তভোগী চিকিৎসক এ সংক্রান্তে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এসকল অপপ্রচারকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান রয়েছে।এরই ধারাবাহিকতায়, গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব-২ ও ৬ এর একটি আভিযানিক দল ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারী এবং সাঈদীকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক মোস্তফা জামানকে হত্যার হুমকি প্রদানকারী তাফসিরুল ইসলাম (২৩), পিতাঃ রফিকুল ইসলাম @রফি, মহেশপুর, ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তাফসিরুল জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ চিকিৎসক মোস্তফা জামানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইলে ম্যাসেজ দিয়ে হত্যার হুমকি প্রদানের ব্যাপারে তথ্য প্রদান করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত তাফসিরুল স্থানীয় একটি কলেজে অনার্স ২য় বর্ষে পড়ালেখা করছে। সে স্কুল জীবন থেকেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত তাফসিরুল আইটিতে দক্ষ হওয়ায় অনলাইনে ইমেইল মার্কেটিং এর কাজ করে মাসে ১০-১২ হাজার টাকা আয় করতো। এছাড়াও গ্রেফতারকৃত তাফসিরুল এর পিতা মোঃ রফিকুল ইসলাম @রফি এলাকার জামায়াতের একজন সক্রিয় কর্মী। ২০১৩/২০১৪ সালে এলাকায় নাশকতা সৃষ্টির অপরাধে তার পিতার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় এবং উক্ত মামলাসমূহে তার পিতা কারাভোগ করেন। গ্রেফতারকৃত তাফসিরুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর#তাফসিরুল ইসলাম” ও “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দ্বারিয়াপুর, মহেশপুর@তাফসিরুল ইসলাম” নামে দুইটি ফেইসবুক গ্রæপের “গ্রæপ এ্যাডমিন” হিসেবে পরিচালনা করে। মূলত সে দলীয় ও রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত ক্ষোভ ও আক্রোশ থেকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে তার চিকিৎসা প্রদানকারী চিকিৎসক মোস্তাফা জামানের ব্যক্তিগত মোবাইল নম্বর বিভিন্ন মাধ্যমে খুজে বের করে হোয়াটসঅ্যাপ (এই খুনি বাইরে আয় তোকে এবং তোর পরিবারের সকল সদস্যদের হত্যা করে আমি আমার জীবনের লক্ষ পূরণ করবো, 9 mm কিনে রেখেছি) এবং ফেইসবুক মেসেঞ্জারে (কুত্তার বাচ্চা বাইরে আয়, তোর পরিবারের সকলকে হত্যা করে আমার আশা পূরণ করবো, আমার জীবনে এখন একমাত্র কাজ হলো তোকে হত্যা করা) ম্যাসেজ দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভুক্তভোগী চিকিৎসক মোস্তফা জামান সংশ্লিষ্ট বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করলে গ্রেফতারকৃত তাফসিরুল উক্ত মেসেজ শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে মুছে ফেলে। কিন্তু তার মোবাইলে উল্লিখিত হত্যার হুমকি সম্বলিত মেসেজ এর স্ক্রীনশট পাওয়া যায়।গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।