১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ সচিব পরিচয়ে চাকুরী দেওয়ার নামে প্রতারনা ডিবি কর্তৃক প্রতারক শাকিল গ্রেফতার ।
২২, আগস্ট, ২০২৩, ৯:৪২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি ফারুক হোসেনের পরামর্শে ২০ আগষ্ট বিকালে ভুয়া সচিব পরিচয় দানকারী সাব্বির আহমেদ শাকিল (৪৯) নামে এক প্রতারক চক্রের সদস্য কে গ্রেফতার করা হয়েছে।


প্রতারকের বাড়ী রাজশাহীর রোয়ালিয়া থানার ২৪ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর ঘোড়ামারা সামিউল ইসলামের ছেলে। বর্তমানে ময়মনসিংহ আকুয়া কান্দাপাড়া বুলবুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া। ঘটনাসুত্রে জানা যায় ময়মনসিংহ মাইক্রোবাস স্ট্যান্ডের সভাপতি নজরুল ইসলামের ছেলে ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর কাউসার-ই- জান্নাতের নিকট আত্বীয়কে মন্ত্রনালয়ে চাকুরী দিবে বলিয়া টাকা নেওয়ার ফন্দি করে। প্রতারনার বিষয়টি বুঝতে পেরে তারা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে অবহিত করেন। জেলা পুলিশ সুপার জেলা ডিবি পুলিশকে জরুরী ব্যবস্হা নেওয়ার নির্দেশনা দিলে ওসি ফারুক হোসেন তাৎক্ষনিক প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতারকের কাছ থেকে মন্ত্রনালয়ের বিভিন্ন আইডি কার্ড ও পুরাতন ল্যাবটবের একটি ব্যাগ উদ্ধার করে ডিবি পুলিশ ।