১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
১, সেপ্টেম্বর, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ - প্রতিনিধি:

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের কিংবদন্তি, শিক্ষাবিদ, আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি, জননেতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজে

পারিবারিক আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বর্নাঢ্য এই রাজনীতিক ব্যক্তিত্ব ৮১ বছর বয়সে ২৭ আগস্ট, রবিবার রাত ১১ টার দিকে নগরীর নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।
মরহুমে দোয়া মাহফিলে ত্রিশাল থেকে নির্বাচিত এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ গাজী হাসান কামাল, সাবেক এমপি ও মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাফিয়া খাতুন, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত মতিউর রহমানের সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ বিএনপি, জাসদ এবং ধর্মবর্ণ নির্বিশেষে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে পরিবারের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত মতিউর রহমান সুযোগ্য সন্তান মোহিত উর রহমান শান্ত তার পিতার জন্য সকলের কাছে চেয়েছেন।
দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল হক।