১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ, সারা বাংলা হে আল্লাহ্! আমার গরিব মুরিদের পেটে ভাত নাই, পরনে ভাল কাপড় নাই, তাদের মাথা গোছার ভাল বাসস্থান নাই, তারা তোমাকে ডাকার মত ডাকতে জানে না।
১৭, সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

 

হে আল্লাহ্!
আমার গরিব মুরিদের পেটে ভাত নাই, পরনে ভাল কাপড় নাই, তাদের মাথা গোছার ভাল বাসস্থান নাই, তারা তোমাকে ডাকার মত ডাকতে জানে না।

 

হে আল্লাহ্!
তুমি তাদের গুনা মাফ করে দাও, মেহেরবানি করে তুমি তাদের উপর রাজি খুশি হয়ে যাও, তাদের দুঃখ কষ্ট দূর করে দাও, তাদের অসুখ বিসুখ থেকে মুক্তি দাও।

হে আল্লাহ্!
প্রাণ ভরে তোমাকে ডাকার মত তাদের শক্তি দাও…… এভাবেই যে মহা বান্ধব, দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর দরবারে মুরিদের জন্য কেঁদে কেঁদে বুক ভিজাইতেন, নিজে খানা না খেয়ে মুরিদদের খাওয়াইতেন, নিজে না ঘুমাইয়া মুরিদদের ঘুম পাড়াইতেন….
আমার মুর্শিদ আমার পীর আমার কেবলাজান হুজুর, খাজাবাবা শম্ভুগঞ্জী।