১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ৩০০০ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি
২১, সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা- মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাদিম, সৈয়দুল বশার, মোঃ সাইফুল ইসলাম ও মোঃ তারেক। এসময় তাদের হেফাজত হতে ৩০০০ ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা- মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) পল্টন মডেল থানার শান্তিনগর কাঁচাবাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাই। তথ্যের সত্যতা যাচাই করে বিকাল ০৪:৩০ টায় উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০০ পিস ইয়াবাসহ নাদিম, সৈয়দুল বশার, সাইফুল ইসলাম ও তারেককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে।