১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা পুলিশ সুপার ময়মনসিংহে পৌণে দু’লাখ পরিবারে ১৩৫৭ কোটি টাকা আশা’র ঋণ সহায়তা প্রদান।।
২৭, সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৫ অপরাহ্ণ - প্রতিনিধি: ,

মো:শামসুদ্দোহা মাসুম:

সরকার ঘোষিত দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ২০২২-২৩ অর্থবছরে ময়মনসিংহে পৌণে দুই লাখ পরিবারকে এক হাজার ৩৫৭ কোটি টাকা আর্থিক ঋণ সহায়তা দিয়েছে আশা।

 

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার এ কে এম আজাদ। তিনি জানান, চলতি অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। বাংলাদেশে ৭৩ লাখ পরিবার আশা’র সুফল ভোগ করছেন। এছাড়াও আশা সিএসআর কার্যক্রম কর্পোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি’র মধ্যে প্রাথমিক শিক্ষা সহায়তা, প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, উচ্চশিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, শীতবস্ত্র বিতরণ, স্যানিটেশন কার্যক্রম পরিচালনা করছে।

 

আশার ডিভিশনাল ম্যানেজার আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সিনিয়র অডিশনাল ম্যানেজার আব্দুল্লাহ আল হারুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অমিত রায়।

সভায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩০জন সিনিয়র সাংবাদিক উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা আশার কার্যক্রমের প্রশংসা করে দেশ ও জাতির কল্যাণে আশা গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।