১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান || ৩ দপ্তরে পত্র পেরণ।।
৩, অক্টোবর, ২০২৩, ১:০০ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ  রিপোর্টার:

– দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৫টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৩টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ( নিটোর)কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময় রোগীদের সেবা প্রদান ও বরাদ্দকৃত ঔষধ বাহিরে বিক্রয় করার অভিযোগের প্রেক্ষিতে ০২-১০-২০২৩ খ্রি. দুদক, প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালক, যুগ্ম-পরিচালক, প্রশাসিক কর্মকর্তার সাথে কথা বলে বিভিন্ন তথ্য উপাত্ত পরীক্ষা করে। অভিযান পরিচালনাকালে গোপনে হাসপাতালের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। অভিযোগের আংশিক সত্যতা পাওয়া যায়। হাসপাতালের ঔষধ বাহিরে বিক্রয়ের অভিযোগের বিষয়ে তাঁরা জানান, ২০১৫ সাল থেকে এ সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে এবং নজরদারি বৃদ্ধি করায় আর এ ধরনের ঘটনা পুনরায় ঘটেনি। তবে একই পদে দীর্ঘদিন চাকুরি করার সত্যতা পাওয়া যায়।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার, উপপরিচালক (হিসাব) ও অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী অনুসরণ না করে নিয়মিত মাস্টার্স ডিগ্রীধারী নয় এমন ব্যক্তিদের নিয়োগ প্রদানের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, পাবনা থেকে আজ আরও একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং পর্যালোচনা করা হয়। রেকর্ডপত্র পর্যালোচনায় আলোকে প্রাথমিকভাবে উক্ত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।