তথ্য প্রতিদিন. কম:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহামেদ ভুঞার নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ চলমান মামলা সমুহ দ্রæত নিষ্পত্তির লক্ষে আদালতের নির্দেশে পরোয়ানাভুক্ত পরাতক আসামীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী পুলিশ।
এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মাঝে এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি টীম দাপুনিয়া বাজার থেকে মারামারি মামলার আসামী মোনায়েম খান, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম টাউনহল মোড় এলাকা থেকে চুরি মামলার আসামী রবিউল হাসান রবিন, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম সুতিয়াখালী থেকে ধর্ষণ মামলার আসামী মোঃ আমিরুল ইসলাম লিটন, এসআই আল মামুনের নেতৃত্বে একটি টীম চায়না মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী জয় বনিক, অমিত, এসআই সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে, একটি টীম গাঙ্গীনারপাড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী আহাদুল শেখ, মোছাঃ সালমা আক্তারকে গ্রেফতার করে। এএসআই সুজন চন্দ্র সাহার নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে অন্যান্য মামলার আসামী শহিদুল হক নিলয়, মোঃ জাহেদুল ইসলাম সজীব, মোঃ মাসুম মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই জহিরুল ইসলাম, এএসআই হুমায়ুন কবির-১, আবুল হাসান পৃথকভাবে সাজাপ্রাপ্তসহ পলাতক তিনজনকে গ্রেফতার করে। এর মাঝে সাজাপ্রাপ্ত হলো, মেছুয়া বাজারের মোঃ ইসমাইল হোসেন এবং পরোয়ানাভুক্ত হলো, মোঃ আনোয়ার হোসেন কাজল খান ও খাদিজা খাতুন। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।