১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা সমাবেশের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন – ডিএমপি কমিশনার।।
২১, অক্টোবর, ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

– সভা-সমাবেশ, মিটিং-মিছিলের আড়ালে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রাজধানীর উওরা দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তর স্টেশনে আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপি কমিশনার এই হুঁশিয়ারি দেন। আজ থেকে এমআরটি পুলিশ মেট্রোরেলের নিরাপত্তার কাজ শুরু করেছে। এ উপলক্ষে সকালে তিনি মেট্রোরেল পরিদর্শনে সেখানে যান।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সমাবেশ, মিটিং, মিছিল প্রত্যেকেরই করার অধিকার আছে। সেখানে পুলিশ নিরাপত্তাও দিয়ে থাকে।’

তিনি বলেন, ‘কেউ এসবের আড়ালে কোনো সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে এবং ঢাকার ২ কোটি ২৪ লাখ সম্মানিত নাগরিকের জীবন শঙ্কা, মালামালের শঙ্কা দেখা যায় এমন যেকোনো পরিস্থিতি অত্যন্ত কঠোর হাতে দমন করা হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো রাজনৈতিকসহ বিভিন্ন গুজব প্রসঙ্গে জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘গুজব শুধু এ বিষয়েই নয়, দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী মহল মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মাধ্যমে (ফেসবুক, ইউটিউব) গুজব ছড়ানোর অপচেষ্টা করে আসছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সবাই সচেতন। সেসব গুজবে আদৌ কান দেবে না। সেগুলো প্রতিহত করার জন্য সবাই সচেষ্ট থাকব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া গুজবের বিরুদ্ধে একটি শক্তিশালী ভূমিকা রাখবে। আমরা আমাদের সঠিক পথে যেতে সক্ষম হব। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সক্ষম হব।’

সংবাদ সম্মেলনে এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবির, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ডিএমপি কমিশনার ( ফাইল ছবি)