১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মোখলেছুর রহমানের খুঁটির জোর কোথায় ? যেখানে অসহায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন!
২, ডিসেম্বর, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল:

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক দুদু ও তার ছেলে ময়না নিজেদের প্রভাব খাটিয়ে অবৈধভাবে ঘরে তুলছে বহুতলা ভবন

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দুই নং ওয়ার্ডের জবেদ আলী রোড শিল্পকলা সুইমিং পুলের পিছনে কামরুল ইসলাম গং পিতা মোখলেছুর রহমান কোন প্রকার অনুমোদন না নিয়ে গড়ে তুলছেন বহু দল ভবন।

 

জানা যায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক দুদু ও তার ছেলে ময়নাকে মেনেইজ করে অবৈধভাবে ঘরে তুলছে বহুতল ভবন । না আছে রাস্তা। না আছে অনুমোদন তবুও গড়ে উঠেছে বহুতল ভবন। মোখলেছুর রহমান বীরদর্পে বলে যেখানে কাউন্সিলর আছে সেখানে সিটি কর্পোরেশন কি করবে।এ নিয়ে অনেক লেখা লেখি হয়েছে কি করতে পেরেছি।

কিছু দিন পুর্বে ময়মনসিংহ সিটি করপোরেশন সরজমিন তদন্ত করে তাহাদের কাছে অনুমোদন সহ সকল কাজ পত্র দেখতে চাইলে আমি কোন প্রকার অনুমোদনের কাগজ পত্র দেখাইনি তাতে কি হয়েছে।
পরর্বতিতে মসিক ৪৬,২১,৬১০০,০৪৩,০০,০০০,২৩,৯৫৪ স্মারকে একটি চিঠি দিয়েও কি আমার কাজ বন্ধ করতে পেরেছে?পারবেও না।দেখি কিভাবে বন্ধ করে সিটি কর্পোরেশন আমার কাজ।
যর কারনে সেখানে দুই দিন পর পর ঘটছে র্দুরঘটনা।
যে রাস্তা দিয়ে একটি রিক্সা যেতে পারেনা সেখানে আট তালা ভবন কিভাবে অনুমোদন পায়? ময়মনসিংহ , সিটি কর্পোরেশন নগর পরিকল্পনাকারী মানুষ বিশ্বাসের সাথে কথা বললে তিনি বলেন তারা এ যাবৎ কোন প্রকার অনুমোদনে প্রমাণাদি দেখাতে ব্যর্থ হন। কর্পোরেশন কাজ বন্ধ রাখার কথা বলেন তারপরেও মুখলেসুর রহমান সিটি কর্পোরেশনের আদেশ না মেনে চালিয়ে যাচ্ছেন বিল্ডিং এর কাজ। এ ব্যাপারে ফায়ার সার্ভিস বিভাগের সাথে কথা বলে তারাও বলেন এই বিল্ডিং এর কোন প্রকার অনুমোদন তারা দেননি বা তাদের কাছে কোন প্রকার অনুমোদন চাননি তারা। এলাকাবাসী আশা করেন এবার হয়তো সিটি কর্পোরেশন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।

 

 

চলবে…..