১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ গৌরীপুর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়।।
২০, ডিসেম্বর, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

শামীম খান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রাযের সাথে গৌরীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টির সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মশিউর রহমান কাউসার, সহসভাপতি আলী হায়দার রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, কোষাধ্যক্ষ শামীম খান, সদস্য হুমায়ূন কবির, কাজী আব্দুল্লাহ আল-আমিন, ফারুক আহাম্মদ, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি সুমন চন্দ্র রায়কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।