১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মসজিদে চুরির ঘটনায় গ্রেফতার তিন।।
২৩, জানুয়ারি, ২০২৪, ১০:১৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার:

 

– বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মসজিদে চুরির ঘটনায় তিন চোরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম জামাল চৌধুরী, মোঃ মুন্না শেখ ও দ্বীন ইসলাম ।

সোমবার বিকালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মসজিদের গেইট থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাজিরুর রহমান ডিএমপি নিউজকে জানান, গত ১৬ জানুয়ারি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন মসজিদ থেকে একজন আইনজীবীর দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি হয়। উক্ত চুরির ঘটনায় ১৮ জানুয়ারি শাহবাগ থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শাহবাগ থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।