১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে গ্রেফতার ১১
৪, ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

 


কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ ও মাদকমুক্ত বিভাগীয় নগরী গড়তে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই শামীমা হাসান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছন থেকে মাদক মামলার আসামী সুরমা বেগমকে গাজাসহ, এসআই মাসুদ জামালী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আকুয়া বাইপাস এলাকা থেকে চুরি মামলার আসামী মোঃ আহাদ, নাহিদ হাসান সানি, মোঃ শহিদ মিয়াকে গ্রেফতার করে।
এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পরানগঞ্জের বীর বওলা থেকে ভিতর হতে জুয়াড়ী ১। মোঃ মানিক মিয়া, জাহাঙ্গীর আলমকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে।
এএসআই মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম ব্রীজ থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইয়াছিন আরাফাত, মোঃ রমজান আলী ও দিপ্তকে গ্রেফতার করে।
এছাড়া এএসআই মিজানুর রহমান ও এএসআই আয়েছ উদ্দিন সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত আরো দুই পলাতক আসামি গ্রেফতার করে। তারা হলো, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ সাইফুল ইসলাম। তাদেরকে রবিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।