১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার।।
১৯, মে, ২০২৪, ১০:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) অভিযানে ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরীর মাসকান্দা গনসার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার ডিবির এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মাসকান্দা গণশার মোড় ২৫ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, ঐ এলাকার হাসেম, আদর্শ কলোনি দৌলত মুন্সি রোডের মহর আলী, ভাবখালী কাচারী বাজারের মোঃ লিটন, গফরগাঁওয়ের মোঃ রুবেল মিয়া ও বলাশপুের মোঃ আঃ হান্নান। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মাঝে হাশেম ও মহর আলীর বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা রয়েছে। তাদের একটি শক্তিশালী টিম ও চক্র রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

তথ্য প্রতিদিন. কম: