১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে ভারতীয় চিনি ও মদসহ গ্রেফতার তিন।।
২০, মে, ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা পিকআপ বুঝাই ৬০ বস্তা ভারতীয় চিনি ও ৭ বোতল মদ উদ্ধা করা হয়েছে। এ সময় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীসহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। হালুয়াঘাটের বাঘাইতলা ও হালুয়াঘাট পৌর এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের ওসি মোঃ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে চোরাচালান ও মাদক প্রতিরোধে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে তার দিকনির্দেশনায় ডিবির এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাটের বাঘাইতলা বাজার রবিবার মধ্যরাতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি পিক বোঝাইকৃত ৬০ বস্তা ভারতীয় চিনিসহ চোরাকারবারি মোঃ নাজমুল মিয়াকে গ্রেফতার করে। তার বাড়ি ফুলপুরের চিকনা গ্রামে। এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ৭ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া ও মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।