১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল।।
৫, জুন, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ময়না বেগম ওরফে মিনু ও মোছাঃ কোহিনুর।

মঙ্গলবার সন্ধ্যা সাতটায় রমনা থানার ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালীন তথ্য আসে কতিপয় ব্যক্তি ফেন্সিডিলসহ রমনা থানার ইস্কাটন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১২০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।