১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ, লীড নিউজ, সারা বাংলা ময়মনসিংহ মহানগরবাসীকে মসিক মেয়র ইকরামুল হক টিটুর পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।।
১২, জুন, ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

মারুফ হোসেন কমল :

মুসলিম উম্মাহর প্রধানতম ধর্মীয় উৎসব…. ত্যাগ, শান্তি, সহমমর্মিতা
ও মানবতার মহিমায় উদ্বেলিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

তিনি বলেন-ত্যাগ ও ভাতৃত্ববধোধের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি।
মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষ্যে মুসলিম উম্মাহর সবাইকে জানাই পবিত্র ঈদ মোবারক।
ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই ময়মনসিংহ মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দকে।।

তিনি আরো বলেন,
পবিত্র কোরআনের সুরা হজ্ব এর ৩৭নং আয়াতে বলা হয়েছে- ‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তাহার কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো-এজন্য যে, তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।’
এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পরিস্থিতিতে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ নিয়েছেন। ঘোষণা করেছেন নানা প্রণোদনা। ফলে গরিব দুখী মানুষের মুখে হাসি ফুটেছে। ঈদ-উল-আযহা সবার মাঝে আনন্দ বয়ে আনবে।
ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তে-

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।