১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবির অভিযানে দেড়শত বস্তা ভারতীয় ট্রাকভর্তি চিনি উদ্ধার।।
১৩, জুন, ২০২৪, ১১:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেড়শত বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্রাক ভর্তি চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জর আঠারো বাড়ি বাজার থেকে এই চিনি উদ্ধার করা হয়। এ সময় মিঠুনুর রহমান ওরফে পাপ্পু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি মোঃ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে ডিবির এসআই রেজাউল আমীন বর্ষন ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় মিঠুনুর রহমান ওরফে পাপ্পু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নেত্রজোণার মদন এলাকায়।পুলিশ আরো জানায়, পাপ্পু সহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি অবৈধভাবে আমদানি করে ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় কালোবাজারে বিক্রি করে আসছে। এই চক্রে অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।