১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।।
১০, জুলাই, ২০২৪, ১০:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ০৬টি অভিযোগের বিষয়ে (০২টি অভিযান ও ০৪টি দপ্তরে পত্র প্রেরণ) পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বোদা, পঞ্চগড় -এর সাবেক উপজেলা কৃষি অফিসার (বর্তমানে সিনিয়র হর্টিকালচারিস্ট, হর্টিকালচার সেন্টার, পঞ্চগড়) -এর বিরুদ্ধে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁও থেকে ১০ জুন ২০২৪ খ্রি. একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুদক টিম সংশ্লিষ্ট দপ্তর এবং ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

একই তারিখে
ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবি করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের সত্যতা নিরূপণের নিমিত্ত গত সাত দিনের জমাকৃত ২৫১৫টি আবেদন যাচাই করা হয়। অতঃপর পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং সেবাগ্রহীতাদের নিকট হতে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। অভিযানকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও সেবাগ্রহীতাদের বক্তব্য যাচাইপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।