১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে ডিবির অভিযানে ৭ মোবাইলসহ দুই চোর গ্রেফতার
১৪, জুলাই, ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, ইয়াসমিন আরাকাত ও নুরুল আমিন ওরফে লাল চান।তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ৭টি চোরাই মোবাইল উদ্ধার করে পুলিশ। শুক্রবার মধ্যরাতে কেওয়াটখালী এলাকা তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাই ডাকাতি এবং মাদক প্রতিরোধে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে নগরীর কেওয়াটখালী বিভিন্ন ব্যান্ডের ৭টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। তারা হলো, ত্রিশালের বিয়ারতা গ্রামের ইয়াসিন আরাফাত ও কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা এলাকার নুরুল আমীন ওরফে লাল চাঁন। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।