১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ বিশেষ সম্মাননা পুরস্কার পেলেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি”র ওসি ফারুক হোসেন।।
১৬, জুলাই, ২০২৪, ১:১৪ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম – চাঞ্চল্যকর ৩ টি অর্ধগলিত লাশের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের নিমিত্তে ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ কর্তৃক অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।

গত ২১/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ত্রিশাল থানা এলাকায় ০৩ টি অর্ধগলিত, পোকায় খাওয়া লাশ মাটিতে পুতে রাখার সংবাদ পেয়ে পুলিশ সুপার, ময়মনসিংহ এর নির্দেশে অফিসার ইনচার্জ, মোঃ ফারুক হোসেন (আইজিপি ব্যাজ প্রাপ্ত) এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার ডিবি পুলিশের একটি চৌকশ টিম উক্ত ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকান্ডের মূল হোতা আসামী আলী হোসেনকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

উক্ত বিষয়ে , ময়মনসিংহ রেঞ্জ, ডিআইজি জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অফিসার ইনচার্জ, মোঃ ফারুক হোসেন (আইজিপি ব্যাজ প্রাপ্ত) কে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন।