১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে ঢাবির ৮ নারী শিক্ষার্থী
৬, জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার

– শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনের সামনে প্রতীকী অনশনে বসেছেন আটজন নারী শিক্ষার্থী। আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ অনশনে বসেন প্রথম ও দ্বিতীয় বর্ষের নারী শিক্ষার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

অনশনরত আটজন শিক্ষার্থী হলেন ২০২৩-২৪ সেশনের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থী সাবিহা মাহবুব,
শেখ ফাতেমা ও অর্পিতা সাহা; ইসলামিক হিস্ট্রি বিভাগের মোছাম্মৎ তানিয়া খাতুন এবং ২০২২-২৩ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা প্রমি, সুমাইয়া জান্নাত ও হাফসা ফাউজিয়া খান; ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ফারজানা রহমান।

সাদিয়া সুলতানা প্রমি বলেন, ‘আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিসির বাসভবনের সামনে অবস্থান করব।’

শামসুন্নাহার হলের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, প্রশাসন থেকে নতুন হল নির্মাণের কথা জানালেও সেটা তিন বছর সময় লাগবে বলে প্রশাসন জানায়।

এখন পর্যন্ত তাদের সঙ্গে প্রশাসনের কেউ কথা বলতে আসেনি বলে তারা জানিয়েছেন।

উল্লেখ্য, শতভাগ আবাসন নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের অনশন করবেন বলে গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলন করেন নারী শিক্ষার্থীরা। সেখানে তারা ৭টি দাবি তুলে ধরেন।
ছবি, সংগৃহীত