১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ লীড নিউজ, সারা বাংলা ডেবিল হান্ট অপারেশনে ’ ৬০৭ জনসহ সারাদেশে গ্রেপ্তার ১৭৭৫।।
১১, ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন – দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে চালানো অভিযানে গত ৩ দিনে এখন পর্যন্ত ১ হাজার ৭৭৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ৬০৭ জনকে সরাসরি অভিযানে এবং ১১৬৮ জনকে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ২টি পিস্তল, ১টি এলজি, ১টি ওয়ান ট্যাপগান, ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ৫টি কাটার, ২টি চাপাতি, ৬টি দা/রামদা, ১৩টি চাকু/ছোরা, ২টি কুড়াল, ১টি কস্তুর, ৩টি হাতুড়ি, ২টি প্রাশ, ২টি বাটন, ২টি লাঠি

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, দেশব্যাপী অপরাধ দমনে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিন সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক কর্মশালা অনুষ্ঠানে সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে যেন কোনো ‘ডেভিল’ (অপরাধী) পালাতে না পারে।

প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।
ফাইল ছবি