১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা হাতের কবজি কেটে বানাতো টিকটক’।।
১৯, ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন. কম – রাজধানীর কেরানীগঞ্জ থেকে ২ সহযোগীসহ শুটার আনোয়ারকে গ্রেফতারের পর র‌্যাব জানিয়েছে, ছিনতাইয়ের সময় কবজি কেটে নেয় আনোয়ারের দলবল। এ কারণে তার গ্রুপ পরিচিত হয়ে ওঠে কবজি কাটা গ্যাং হিসেবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) র‍্যাব ২- এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। মো. খালিদুল হক হাওলাদার জানান, দীর্ঘদিন নজরদারির পর অবশেষে সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই সহযোগীসহ আনোয়ারকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, দীঘদিন শিশু-কিশোরদের ধারালো চাপাতি দিয়ে কোপানোর প্রশিক্ষণ দিয়ে আসছিলেন মোহাম্মদপুরের কবজি কাটা গ্রুপের প্রধান আনোয়ার। এরপর তাদেরকে মাঠে নামানো হয় ছিনতাই-চাঁদাবাজিতে। এভাবেই মোহাম্মদপুরকে ৯ ভাগ করে ত্রাসের রাজত্ব কায়েম করেন শুটার আনোয়ার। এভাবে গড়ে তোলা হয় ১০ থেকে ১২টি গ্যাং।

তিনি জানান, চাঁদাবাজি ও ছিনতাইতে বাধা দিলে কুপিয়ে হাতের কবজি কেটে দিতেন আনোয়ারের দলবল। পরে সেই কবজি দিয়ে বানানো হত টিকটক। মোহাম্মদপুরের মূর্তিমান আতঙ্কের নাম শুটার আনোয়ার। তিনি আরও জানান, ২০০৫ সালে ঢাকায় আসার পর থেকে ট্রাক স্ট্যান্ডের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধ জগতে ঢুকে পড়েন আনোয়ার। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় ১০-১২টি কিশোর গ্যাং পরিচালনা করছেন তিনি।

আনোয়ার এ পর্যন্ত নিজেই ৭ থেকে ৮ জনের কবজি কেটেছেন জানিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আনোয়ারের নামে হত্যাসহ রয়েছে ১৩ মামলা। আনোয়ার গ্রুপের সদস্য ছাড়াও গত ৬ মাসে মোহাম্মদপুর ও আশেপাশের এলাকা থেকে পাঁচ শতাধিক ছিনতাইকারী ও চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব।
mp news