১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা পারভেজ হত্যায় অভিযুক্ত দুই ছাত্রীর গ্রেপ্তার নিয়ে যা জানাল ডিএমপি।।
২৫, এপ্রিল, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার: – রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে আটকের খবর সঠিক নয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেরিফাইয়েড ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, ‘বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত ডিবি কর্তৃক দুই ছাত্রী আটকের ঘটনা সঠিক নয়। ‘

পারভেজ হত্যায় ৬ জন গ্রেফতার

পারভেজ হত্যা মামলার পরপরই ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে ২১ এপ্রিল রাতে মহাখালী ওয়ারলেস গেট এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আল কামাল শেখ ওরফে কামাল (১৯) আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯) নামের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।