১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, সারা বাংলা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সহ বিভিন্ন দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান।।
১৭, জুন, ২০২৫, ৪:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন : দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে (১৬-০৬-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রোগীদের ওষুধ সরবরাহ, ডায়ালাইসিস এবং মেডিকেল টেস্ট সঠিকভাবে করা হচ্ছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয় এবং সেবা প্রদানের মানোন্নয়নে হাসপাতালের তত্ত্বাবধায়ককে পরামর্শ প্রদান করা হয়।

 

গত ১৩ জুন ২০২৫ তারিখে ঘুসের টাকা না পেয়ে রোগী ও তার স্বজনদের ৮নং ওয়ার্ডের একজন ওয়ার্ডবয় কর্তৃক মারধরের ঘটনার বিষয়ে তত্ত্বাবধায়ক জানান যে, ঘটনার পর এ বিষয়ে ০৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুদক টিম কর্তৃক হামলার শিকার হওয়া রোগী এবং একই ওয়ার্ডের কয়েকজন রোগীকে জিজ্ঞাসাবাদকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
অপর অভিযানে
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাথে অসাধু যোগসাজশের মাধ্যমে অবৈধভাবে ১৮টি ফ্ল্যাট উৎকোচ প্রদানের বিনিময়ে ‘প্রকৃত মুক্তিযোদ্ধা’র গেজেট বাতিলের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল হতে অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করে। এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হতে ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে প্রাথমিকভাবে অনিয়মের অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এনফোর্সমেন্ট টিম অবশিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ ও বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযোগ সংশ্লিষ্ট বেড়িবাঁধ নির্মাণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সরেজমিন পরিদর্শনকালে বেড়িবাঁধ সংলগ্ন ও বেড়িবাঁধ ব্যবহাকারী এলাকাবাসীর গ্রহণ করা হয়। এ সময় টিম কর্তৃক বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে প্রস্থ , স্লোপ এবং বেড়িবাঁধের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। উক্ত বেড়িবাঁধ নির্মাণ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে যাচাইপূর্বক টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।