তথ্য প্রতিদিন. কম : আগামী ২৬ জুন দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় বৃহত্তম এই পরীক্ষাকে সামনে রেখে ময়মনসিংহের কাচারি ঘাটে শিল্প ও বানিজ্য মেলা আজ ১৯ জুন বিকেলে উদ্ধোধন করা হয়েছে।
এতে পরীক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃস্টি হচ্ছে।অভিভাবকদের অনেকেই এই মেলা বন্ধের দাবী জানিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, ময়মনসিংহের জেলা প্রশাসক ও ময়মনসিংহ পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
পরীক্ষার্থীদের অভিভাবকের অনেকে প্রশ্ন করে বলেন কেন এবং কার স্বার্থে এই অসময়ে মেলার আয়োজন করা হয়েছে ? এই মেলা বন্ধের দাবী জানিয়ে অনেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।