১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঢাকা গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাককে গ্রেফতার করেছে সিটিটিসি।।
১৪, জুলাই, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন : রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বছরের কারাদণ্ড ও ২৮ লক্ষ ৭২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাক আহম্মেদ (৫২)-কে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি টিম।

রবিবার (১৩ জুলাই ২০২৫খ্রি.) গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, সিটিটিসি’র টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোস্তাক আহম্মেদকে গ্রেফতার করে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে একটি মামলায় এই সাজা প্রদান করা হয়েছিল। গ্রেফতারের পর তাকে বিধিমোতাবেক দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।