১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামি র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও র‍্যাব-০১, উত্তরা কর্তৃক গ্রেফতার।।
৯, আগস্ট, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

চীফ রিপোর্টার : গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার আসামী মোঃ শহিদুল ইসলাম(২৮) সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি, র‍্যাব-০১, উত্তরা কর্তৃক গ্রেফতার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ সেলিম (৫০), জেলা-ময়মনসিংহ এর ছোট ভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গত ০৭ আগস্ট ২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৩০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করাকালে দেখতে পান যে, জনৈক মোঃ বাদশা(৩৫) পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং-নারায়নপুর, থানা-নকলা, জেলা- শেরপুর বর্তমানে সাং- ভোগড়াবাইপাস, থানা-বাসন, জেলা- জিএমপি, গাজীপুর, গাজীপুর ইবিএল এটিএম বুথ চান্দনা চৌরাস্তা হতে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময়ে অজ্ঞাতনামা কয়েকজন লোক দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে এলোপাথারীভাবে জনৈক বাদশাকে কোপাইতে থাকে। উক্ত ঘটনাটি বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভিডিও চিত্র ধারন করাকালে ঐ অজ্ঞাতনামা লোকজন তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে বাদীর ছোটভাইকে ধাওয়া করে। ঐ সময়ে বাদীর ছোটভাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন জীবন রক্ষার্থে দৌড়াইয়া বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সাকিনস্থ মসজিদ মার্কেটে জনৈক রুহুল আমীনের চায়ের দোকানের সামনে পৌছালে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়া কোপাইয়া থাকে এবং সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে আসামীরা পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে জিএমপি বাসান থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-০৮/০৮/২০২৫ খ্রি. ধারাঃ ৩০২/৩৪ দঃ বিঃ। আলোচ্য ঘটনার পর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয় জনমনে এবং সারাদেশে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনার পর হতে র‌্যাব অধিকতর গুরুত্বের সাথে ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিসি-২, র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সিপিএসসি, র‌্যাব-০১, উত্তরা এর সহায়তায় ০৯ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ দুপুর আনুমান ১৪:৪৫ ঘটিকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে কিশোরগঞ্জ জেলার ইটনা থানাধীন পুরান বাজারস্থ “তালুকদার ঠাকুর গেষ্ট হাউজ” এ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মামলার সন্দিগ্ধ আসামী মোঃ শহিদুল ইসলাম (২৮), জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তি বিশ্লেষণে ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে উক্ত হত্যার ঘটনায় আসামীর সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

মামলার সুষ্ঠূ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে উক্ত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট আসামীকে হস্তান্তর করা হচ্ছে।