১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ র‌্যাব ১৪ এর ভ্রাম্যমান মোবাইল কোর্টে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৭,৪০,০০০/- টাকা জরিমানা আদায়।।
১৪, আগস্ট, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন : র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানিক দল র‌্যাবের ভ্রাম্যমান মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৭,৪০,০০০/- টাকা জরিমানা আদায় ও ০৮ ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে।

 

র‌্যাব-১৪, ময়মসিংহ এর আভিযানিক দল ১৩ আগস্ট ২০২৫ খ্রি. দুপুর ১২:০০ ঘটিকা হতে ১৯:০০ ঘটিকা পর্যন্ত সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এবং র‌্যাব ফোর্সেস, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ দ্বয়ের নেতৃত্বে ময়মসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। উক্ত মোবাইল কোর্ট “ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯” এর ৫৩ ধারা মোতাবেক বিভিন্ন ল্যাব এবং প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১। পল্লী কল্যাণ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২,০০,০০০/- টাকা, ২। নিউ রুম্মা নাছিমন ডায়াগনস্টিক সেন্টারকে ২,০০,০০০/- টাকা, ৩। আল আকসা ল্যাব এন্ড হাসপাতালকে ২,০০,০০০/- টাকা, ৪। সিরাম হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে ১,০০,০০০/- টাকা, ৫। রেডিয়েন্ট মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০,০০০/- টাকা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(ক)/১৫(ক) ধারায় পরিবেশ বিরোধী পলিথিন মজুদ করে বিক্রয় করায় মেসার্স শুকরিয়া এন্টারপ্রাইজকে ৩০,০০০/-টাকা জরিমানা আদায় করতঃ ১০৯৮(এক হাজার আটানব্বই) কেজি পলিথিন জব্দ করেন।

একই অভিযানে “ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯” এর ৫৩ ধারা মোতাবেক ১। সিরাম হাসপাতাল প্রাঃ এর স্বত্তাধিকারী সৈয়দ আসাদুল (৫৫),পিতা-মৃতঃ রমজান আলী, মাতা-রাজিয়া খাতুন, সাং-মট্রা বাটপাড়া, কোতোয়ালী, ময়মনসিংহ, ২। সাকসেস ল্যাব এন্ড হাসপাতাল এর স্বত্তাধিকারী মোঃ আরাফত ইসলাম, পিতা-আব্দুল কাদের, সাং-চরপাড়া, ব্রাহ্মপল্লী, কোতোয়ালী, ৩। মোঃ সোহেল রানা, পিতা-মৃতঃ সামছুল হক, সাং-মেলান্দহ, থানা-মেলান্দহ, জামালপুরদের ০১ মাসের কারাদন্ড , ৪। সানরাইজ হাসপাতাল এর স্বত্তাধিকারী মোজাহিদ কোরেশী (৫০), পিতা-মৃতঃ আক্কাস কোরেশী, সাং-নতুন বাজার, কোতোয়ালী, ৫। ফারহানা আফরোজ (৪০), পিতা-মৃতঃ ফয়জুল হোসেন, সাং-সেনবাড়ি রোড, কোতোয়ালী, ৬। আল আকসা ল্যাব এন্ড হাসপাতাল এর স্বত্তাধিকারী জিয়াউর রহমান (৪০), পিতা-মৃতঃ আব্দুল মজিদ, সাং-শৈল নারায়ন, থানা-নেত্রকোনা সদর, ৭। মোঃ ফয়জুল হক (৩৫), পিতা-মোঃ আব্দুস সাত্তার, সাং-শৈলাঠি, থানা-কেন্দুয়া, নেত্রকোনা, ৮। হাবিবুর রহমান ফকির (৫০), পিতা-মৃতঃ আব্দুর রহমান ফকির, সাং-ভাটির চর, নেত্রকোনাকে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জনগনের কল্যাণের স্বার্থে র‌্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।