১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ধোবাউড়া পশ্চিম বতিয়ালা রুহেলা নদীর ব্রীজের কাজে চরম অনিয়ম।।কর্তৃপক্ষ নির্বিকার।।
১, ডিসেম্বর, ২০১৯, ১১:২৪ অপরাহ্ণ -

ধোবাউড়া উপজেলা প্রতিনিধি (বার্নার্ড সরকার)

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ৪-নং ইউনিয়নের ৩-ওয়ার্ডের পশ্চিম বতিয়ালা গ্রামে রুহেলা নদীর ব্রিজের কাজে অনিয়ম ধরা পড়েছে আজ সন্ধ্যা ০৬/৩০/ মিনিটে। ০১/১২/২০১৯।

ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জান,পশ্চিম বতিয়ালা রুহেলা নদীর ব্রিজের কাজ শুরু হলে অনুমান ৭-দীন আগে সুরকী এবং পাথর দেখে বলেছেন কন্টাক্ট্রর মোস্তফা,ও সাপ কন্টাক্ট্রর-কে,মালা মাল খুব ভালো করে পানিদিয়ে পরিষ্কার করে কাজ করার নির্দেশ করেন? আজ পশ্চিম বতিয়ালা এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জানের নির্দেশের নিয়ম ভেঙে সুরকী ও পাথরে অনেক মাটি থাকা সত্যেও পরিষ্কার না-করে (সাপ কন্টাক্ট্রর দুলাল মিয়া) কাজ শুরু করলে এলাকার লোকজন মুঠো ফোনে সাংবাদিক বার্নার্ড সরকারের সঙ্গে যোগা-যোগ করে পশ্চিম বতিয়ালা রুহেলা নদীর ব্রিজের অনিয়মের তথ্য প্রকাশ করলে,ঘটনা স্থলে সাংবাদিক বার্নার্ড গিয়ে প্রথমে-সাপ কন্টাক্ট্রর দুলালকে জিজ্ঞাসা বাদ করিলে, সাপ-কন্টাক্ট্রর দুলাল আইন দেখানো শুরু করে আমি যে কাজ করছি কাজে কোনো সমস্যা নেই? তখন এলাকাবাসী বলেন,নির্বাহী অফিসার রাফিকুজ্জামান,বলেছেন পাথর কিন্বা সুরকীতে মাটি থাকলে পানিদিয়ে খুব ভালো পরিষ্কার করে কাজ করবেন। এখন দেখছি মাটি সহ ঢালাই করছেন আসল বিষয় কী,বুঝলাম না? তখন পশ্চিম বতিয়ালা বাসী ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জানের সঙ্গে মুঠো ফোনে যোগা-যোগ হলে আজকের জন্য রুহেলা নদীর ব্রিজের কাজ বন্ধ নির্দেশ করেন। এলাকাবাসী আরো বলেন,এত অন্ধকারের মধ্যে সরকারী অফিসের নাম বলে একটি লোক (তার নাম-শফিক) শফিক নাকি মুঃ জাকির হোসেন উপজেলা প্রকল্পবাস্তবায়ান কর্মকর্তার সহকারী লোক? এত অন্ধকারে (পশ্চিম বতিয়ালা রুহেলা নদীর ব্রিজের ঢালাই কাজ দাঁড়িয়ে, দাঁড়িয়ে মনের সুখে-দেখছে-শফিক সরকারী সহকারী নাম-বলছে-শফিক)নির্বাহী অফিসার রাফিকুজ্জান ধোবাউড়া উপজেলা, ময়মনসিংহ।