১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ মুক্তাগাছায় মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা
১৬, ডিসেম্বর, ২০১৯, ৫:৪৪ অপরাহ্ণ -

মুক্তাগাছা প্রতিনিধি : উপজেলা প্রশাসন মুক্তাগাছার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহতসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. বদর উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, রেজাউল করিম জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, ওসি আলী মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীরমুক্তিযোদ্ধা, সন্তান কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।