১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ গৌরীপুর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত।।
১৮, ডিসেম্বর, ২০১৯, ৯:০৫ অপরাহ্ণ -

শামীম খান,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসনের উদ্যাগোআÍর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ বুধবার (১৮ ডিসম্বর) র‌্যালি ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ। উপজলা নির্বাহী অফিসার সঁজুতি ধরর নতত্ব এ দিন বলা ১১ টায় উপজলা পরিষদ চত্বর থক একটি র‌্যালি বর হয়।
এত অংশগ্রহন করন, গৌরীপুর থানার ওসি (তদÍ) গালাম মাওলা, উপজলা আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হলাল উদ্দিন আহাম্মদ, উপজলা মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার মাঃ আব্দুর রহিম, সাবক ডপুটি কমান্ডার মাঃ নাজিম উদ্দিন, উপজলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাঃ আব্দুল করিম, উপজলা যুব উনয়ন কর্মকর্তা নদন কুমার দবনাথ, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহল রানা পাপ্পু, সাংবাদিক ঐক্য ফারামর সভাপতি বগ ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রসক্লাবর সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, ইউপি চয়ারম্যান শহিদুল ইসলাম অÍর, সাংবাদিক কমল সরকার, আনায়ার হাসন শাহীন প্রমুখ।