১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ ময়মনসিংহের ধোবাউড়ায় মুজিববর্ষ- ২০২০ উদযাপন।।
১০, জানুয়ারি, ২০২০, ১০:৩৪ অপরাহ্ণ -

বার্নার্ড সরকার(ধোবাউড়া):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ১০ জানুয়ারি মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে ধোবাউড়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মুজিববর্ষের ক্ষণগণনা কার্যক্রম শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরে অন্রষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথিবৃন্দগণ ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান মিঃ ডেভিড রানা চিসিম,ধোবাউড়া থানা ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা,অফিসার( তদন্ত) মোঃ চাঁদ মিয়া,(ভূমি) কাবেরী জালাল,বীর মুক্তিযুদ্ধা মোজাম্মেল হোসাই,চেয়ারম্যান (Twa) এডুয়ার্ড নাফাক,বাংলাদেশ আওয়ামীলীগ ধোবাউড়া উপজেলা শাখার,সাধারণ সম্পাদক (প্রিয়তোষ বিশ্বাস বাবুল)সরকারী,কর্মকর্তা-কর্মচারী-বৃন্দ,বিভিন্ন এলাকা হইতে আগত,দেশের আপামর খেটে খাওয়া মেহনতি মানুষ সহ,আর বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিগণ।