
মারুফ হোসেন কমলঃ
মুজাদ্দিদীয়া তরিকত মিশন সদর দপ্তর লালকুঠির পাক দরবার শরীফ শম্ভুগঞ্জ আউলিয়া শিরোমনী কুতুবুল এরশাদ মুজাদ্দেদে মুজাদ্দেদিয়া জামান গাউছুল আযম মুর্শিদে ছাকালাইন হযরতুল আ’ল্লামা মহাত্মা শাহ্ সূফী খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দী মুজাদ্দেদী এনায়েতপুরী শম্ভুগঞ্জী রাহমাতুল্লাহি আ’লাইহি ছাহেবের ২৫ তম পবিত্র ইন্তেকাল বার্ষিকী( ৩দিন ব্যাপী পবিত্র ফাতেহা শরীফ) গত রবিবার দুপুরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। ৩দিন ব্যাপী পবিত্র ফাতেহা শরীফ এর শুভ উদ্বোধন করেন লালকুঠির পাক দরবার শরীফ এর গদীনিশিন হুযুর পাক, মুজাদ্দেদীয়া তরিকত মিশন, আলহাজ্ব হযরত শাহ্ খাজা মুহাম্মদ রেজাউল হক নকশেবন্দী মুজাদ্দেদী। এসময় উপস্থিতি ছিলেন হযরত পীরজাদা খাজা মো. সুজাউদ্দৌলা আল মুজাদ্দেদী, হযরত পীরজাদা খাজা মো. আলাউল হক আলি আল মুজাদ্দেদী সহ অনেকে উপস্থিত ছিলেন। ৩দিন ব্যাপী পবিত্র ফাতেহা শরীফে লালকুঠি দরবার শরীফে ভারতের আসামসহ সারা বাংলাদেশ থেকে আগত জাকেরান ধর্মপ্রান আশেকানদের জিকিরে মুখরিত হয়ে উঠেছ লালকুঠি পাক দরবার শরীফ।
তথ্যপ্রতিদি. কম