শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্যকে ধারণ করে ১৩ অক্টোবর রবিবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আয়োজনে বর্ণাঢ্য শুভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শুভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আম্বিয়া খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাশ্রেণীর জনগন ও স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।