বার্নার্ড সরকার(ধোবাউড়া): ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ওয়ানের ছাত্রী মানছুরা সড়ক দুর্ঘনায় ২০-০২-২০২০ তারিখ দুপুর ১২-৩০মিনিটে অকালে প্রাণ হারান। অটোরিক্সার ড্রাইভার চাঁন মিয়া,বর্তমানে পলাতক রয়েছে।
মানুষকে জীবনের প্রয়োজনেই বাইরে যেতে হয়,পথে চলতে হয়,কিন্তু এ পথেই প্রতিদিন অসংখ্য জীবন-প্রদীদ নির্বাপিত হয়। এখন আর কেউ জানে না,জীবন-জীবিকার তাগিতে বাইরে গিয়ে কেউ সুস্থ অবস্থায় ফিরে আসতে পারবে কিনা। পথের ওপর এখন চলে অসংখ্য ঘাতক-দৈত্য। তারা কারও সাবধানতা বা সচেতনাকে আমলে না নিয়ে যেকোনো মুহূর্তে হামলে পড়বে গায়ের ওপর কিংবা পিষ্ট করবে চাকার তলায়। ইট-পাথর-পিচের বুকে অনুভূতির কান পাতলে শোনা যাবে অসংখ্য প্রাণের মর্মভেদী অতৃপ্ত কান্না। এ কান্নার শেষ কোথায় তা কেউ জানে না। সড়ক দুর্ঘটনার ফলে অনেক ক্ষেত্রে পরিবার তার একমাত্র উপার্জনশীল ব্যক্তিটিকে হারায়।ফলে হঠাৎ করেই যেকোনো পরিবার আর্থিক নিরাপত্তাহীনতার শিকার হয়।
সচেতন এলাকাবাসীর অভিমত,আমাদের দেশের বাস-ট্রাক-রিকশা প্রভৃতির চালকগণ প্রয়োজনীয় প্রশিক্ষণপ্রাপ্ত নয়।