৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিনোদন কেরালা চলচ্চিত্র উৎসবে জয়ার ‘বিনিসুতোয়’
১৪, অক্টোবর, ২০১৯, ১২:৩৫ পূর্বাহ্ণ -

বিনোদন তথ্যপ্রতিদিন

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন অতনু ঘোষ।

প্রতি বছর এ উৎসবের ‘ইন্ডিয়ান সিনেমা নাও’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় ছবি মনোনয়ন পায়। এবছর ‘বিনিসুতোয়’র পাশাপাশি আরও সুযোগ পেয়েছে হেল্লারো (গুজরাটি), মাই ঘাট (মারাঠি), লেওদুহ (খাসি), দ্য ফিউনেরাল (হিন্দি), আনন্দি গোপাল (মারাঠি) এবং অ্যাক্সোন (হিন্দি)।

৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থিরুভানানথাপুরমে অনুষ্ঠিত হবে ২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
‘বিনিসুতোয়’ ছবিটিতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ।